চূড়ান্ত লাইসেন্স পেলো সিটিজেন ব্যাংক
৭ ডিসেম্বর ২০২০ ২৩:৪৯
ঢাকা: ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য চূড়ান্ত লাইসেন্স পেয়েছে সিটিজেন ব্যাংক লিমিটেড। সোমবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ৪১০তম বোর্ড সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, গত বছরের ১৭ ফেব্রুয়ারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, দ্য সিটিজেন ব্যাংক ও পিপলস ব্যাংককে প্রাথমিক অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যেই কার্যক্রম শুরু করার লক্ষ্যে লোগো উন্মোচন করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এবার বোর্ড সভায় সিটিজেন ব্যাংককে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হলো।
এছাড়াও সোমবারের বোর্ড সভায় ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্মারক লোগো সংযুক্ত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।