Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার প্রতি অনুগত থাকুন: ফখরুল


১৫ মার্চ ২০১৮ ১৯:৫৪

স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ব্যুরো

বিএনপি নেতারা ঐক্যবদ্ধ আছেন উল্লেখ করে তৃণমূলের নেতা-কর্মীদের কারান্তরীণ বেগম খালেদা জিয়ার প্রতি অনুগত থাকার অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি সরকারকে হটাতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, `বর্তমানে দেশে যে অন্ধকার সময়, সেটা থেকে বেরিয়ে আসতে হলে ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে, ১৯৭১ সালে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে বুকের রক্ত দিয়ে স্বাধীনতা এনেছিল সেভাবে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে।’

 

তিনি বলেন, ‘সরকারকে আমরা বার বার বলছি, আসুন কথা বলি। আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করি। কিন্তু সরকার কথা বলতে চান না। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখতে চান। কিন্তু বাংলাদেশের মানুষকে কোনোদিন দমিয়ে রাখা যাবে না।’

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধ থাকুন। দেশের প্রতি, দেশের জনগণের প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অনুগত থাকুন। আমরা বিএনপি নেতারা ঐক্যবদ্ধ আছি। সবাই এক কাতারে হয়ে জনগণের কাছে যাচ্ছি।’

ফখরুল বলেন, ‘যত নির্যাতন হবে বাংলাদেশের মানুষ ততই ঐক্যবদ্ধ হবে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাৎ হোসেন।

বিজ্ঞাপন

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ ভুলু, মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খন্দকার, জয়নুল আবদিন ফারুক, মাহবুবুর রহমান শামীম এবং রোজী কবির।

মহানগর বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই জনসভা সঞ্চালনা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। রাষ্ট্রীয়ভাবে ঘোষিত শোকের দিন আয়োজিত এই জনসভায় বিএনপির নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করেন।

সারাবাংলা/আরডি/এজেড/আইজেকে

 

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর