Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু সামিউল হত্যা মামলার রায় আজ


৮ ডিসেম্বর ২০২০ ১১:০০

ঢাকা: রাজধানী আদাবর থানায় শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি (৫) হত্যা ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ আজ সোমবার (৮ ডিসেম্বর) দিন ধার্য রয়েছে। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করবেন।

গত ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ তারিখ ধার্য করেন বিচারক।

অভিযোগ থেকে জানা যায়, ২০১০ সালের ২৩ জুন প্রথমে শামিউলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর লাশ গুম করতে ফ্রিজে ঢোকানো হয়। এর পরদিন লাশটি বস্তায় ঢুকিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে আদাবরের নবোদয় হাউজিং এলাকা থেকে সামিউলের লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়।

ওই ঘটনায় নিহত শিশুর পিতা কে এ আজম বাদী হয়ে ২৪ জুনই আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এশা এবং তার প্রেমিক শামসুজ্জামান আরিফ হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আসামি দু’জনই পলাতক।

২০১২ সালের ২৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার ওসি কাজী শাহান হক আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটিতে ২০১২ সালের ১ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে আদালত ২২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

বিশেষ জজ আদালত-৪ রায় ঘোষণা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর