Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনার্স শেষবর্ষের পরীক্ষা শেষ না হলেও বিসিএস দেওয়া যাবে


৮ ডিসেম্বর ২০২০ ২০:১৩

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষবর্ষের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। ২০১৯ সালের অনার্স শেষবর্ষের চূড়ান্ত পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশ নিয়েছেন কিন্তু এখনও করোনা মহামারীর কারণে সব পরীক্ষা শেষ হয়নি, তারা অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন মর্মে সিদ্ধান্ত হয়েছে।

তবে যেসকল শিক্ষার্থীরা অনার্স শেষবর্ষের পরীক্ষায় অংশ নিলেও ১ম, ২য় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় এক বা একাধিক কোর্সে অকৃতকার্য হয়েছেন বা এখনও উত্তীর্ণ হননি, তারা এই সুযোগের বাইরে থাকবেন।

বিজ্ঞাপন

এছাড়া প্রফেশনাল কোর্সে (বিবিএ, সিইসি, বিএড অনার্স এবং ইসিই) যেসব শিক্ষার্থীরা ১ম সেমিস্টার থেকে ৭ম সেমিস্টারের সকল কোর্সে উত্তীর্ণ হয়ে ৮ম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন কেবল তারাই ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন।

৪৩তম বিসিএস অংশগ্রহণ শেষবর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর