Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাজ উন্নয়নে বিত্তশালীরা এগিয়ে আসুন: প্রধান বিচারপ্রতি


১৫ মার্চ ২০১৮ ২১:০৪

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: উন্নত-বিশ্বের মতো শিক্ষা ও সামাজিক উন্নয়নে আমাদের দেশের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে সাবেক প্রধান বিচারপতি আমিন আহম্মেদের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও স্বর্ণপ্রদক প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানটি আয়োজন করে করে ‘বিচারপতি আমিন আহম্মেদ ট্রাস্ট’।

স্মৃতিচারণ সভায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘উন্নত-দেশে বিত্তবানরা শিক্ষা ও সমাজকল্যাণে বিভিন্ন সামাজিক সংগঠনে যেভাবে অনুদানে এগিয়ে আসে। বাংলাদেশের বিত্তবানেরা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সামাজিক সংগঠনে অনুদানের ক্ষেত্রে এগিয়ে আসে না। যা হত্যাশাজনক।’

তৎকালীন পূর্ব পাকিস্তানের এই প্রধান বিচারপতি সম্পর্কে প্রধান বিচারপতি  বলেন, ‘বিচারপতি আমিন আহম্মেদ মানবতার জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। সাবেক এই প্রধান বিচারপতি মতো সামাজ কল্যাণ উন্নয়নে অবদান রাখতে সকলকে আহ্বান জানাচ্ছি।’

আইন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান বিচারপ্রতি বলেন, ‘কঠোর অধ্যাবসয়ের মধ্যে দিয়ে তোমরা তোমাদের ভবিষ্যৎ গড়ে তুলবে। এ জন্য প্রয়োজন গুণগত ও নিবিড় অধ্যাবসায়, গঠনমূলক সমালোচনার সক্ষমতা অর্জন করা।’

তিনি বলেন, ‘বিচারপতি আমিন আহম্মেদ অনেক যুগান্তকারী রায় দিয়ে গেছেন। যা বিচার বিভাগের জন্য নিয়ামক হিসেবে রয়েছে।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ২০১৫ সালে ও ২০১৬ সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী দুইজনকে স্বর্ণপ্রদক প্রদান করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বিজ্ঞাপন

বিচারপতি কাজী এবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, বিচারপতি মীর হাশমত আলী। উপস্থিত ছিলেন— বিচারপতি তারিক-উল হাকিম, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি এম আর হাসান প্রমুখ।

সারাবাংলা/এজেডকে/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর