১০০ দিনে ১০ কোটি টিকা – বাইডেনের পরিকল্পনা
৯ ডিসেম্বর ২০২০ ১০:৪৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ১০০ দিনের মধ্যে ১০ কোটি ডোজ করোনা টিকা প্রয়োগ নিশ্চিত করতে চান জো বাইডেন। খবর বিবিসি।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) নিজ শহর ডেলওয়ারে এক সংবাদ সম্মেলন থেকে স্বাস্থ্য বিভাগের আগামী নেতৃত্ব এবং সিডিসি’র নতুন পরিচালকের নাম ঘোষণা করার সময় এ পরিকল্পনার কথা জানান জো বাইডেন।
এদিকে, মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা টিকা যুক্তরাষ্ট্রেও প্রয়োগের অনুমতি পেতে যাচ্ছে।
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন – তিনি দায়িত্ব নেওয়ার প্রথম একমাসে করোনা টিকাদান কর্মসূচির কৌশল নির্ধারণ করবেন। তারপর, মহামারির সম্পূর্ণ চিত্র বদলে দিতে পারবেন বলে আশা করছেন বাইডেন।
এর আগে, বাইডেন তার স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাদের মার্কিনিদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার মেয়াদের প্রথম ১০০ দিন সবাইকে মাস্ক ব্যবহারের ব্যাপারে আহ্বান জানান।
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজে করোনা টিকাদান সংক্রান্ত এক সম্মেলনে হাজির হয়ে করোনা টিকা বাজারে আসার বিষয়টির ভূয়সী প্রশংসা করেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের মোট দেড় কোটি মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে দুই লাখ ৮৫ হাজার মানুষের। করোনা আক্রান্ত এবং করোনায় মৃতের বৈশ্বিক তালিকায় দেশটি শীর্ষস্থানে রয়েছে।
এর মধ্যেই, থ্যাংকসগিভিং এর উৎসবে ব্যাপক সংখ্যক মানুষ ভ্রমণে বের হওয়ার কারণে দেশটিতে সংক্রমণ এবং মৃত্যুর হার হঠাৎ কয়েকগুণ বেড়ে গেছে।
করোনা টিকা করোনা ভ্যাকসিন জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজ