অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
৯ ডিসেম্বর ২০২০ ২১:৩১
ঢাকা: রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ডে জয় ই মামুন (৩৮) নামে এক যুবককে অসুস্থ অবস্থায় উদ্ধারের পর তার মৃত্যু হয়েছে। তাকে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. আকতার হোসেন বলেন, ‘বেলা ৩টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পাই কলাবাগান বাসস্ট্যান্ডে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে আছেন। তার কিছুক্ষণ পরেই আবার ফোন দিয়ে জানানো হয় তিনি সুস্থ হয়ে উঠেছেন। সর্বশেষ বিকেল ৫টার দিকে ফোন পাই ওই ব্যক্তি আবারও অচেতন হয়ে পড়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে কেউ তাকে চেতনানাশক কিছু খাইয়েছে। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম জয় ই মামুন। বাবার নাম আব্দুল গনি তালুকদার। বাসার ঠিকানা ৭০/১ ফ্রি স্কুল স্ট্রিট কাঠালবাগান। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কলাবাগান বাসস্ট্যান্ডে একটি ড্রাইভিং স্কুলের অফিস ম্যানেজার মো. শহিদুল্লাহ ইসলাম জানান, মৃত ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে বেলা ৩টার দিকে তাদের অফিসের সামনের রাস্তায় এসে পড়ে যান। তখন তিনি নিজেই জানিয়েছিলেন তাকে হয়ত কেউ কিছু খাইয়ে মোটরসাইকেল নেওয়ার চেষ্টা করে। এর বেশি আর কিছু বলতে পারেনি। এরপর মাথায় পানি দেওয়ার পর কিছুটা সুস্থ হয়।
এরপর বিকেল ৫টার দিকে আবারও অচেতন হয়ে পড়েন জয়ই মামুন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।