Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবীণ রাজনীতিবিদ আমান উল্লাহ খান আর নেই


১৫ মার্চ ২০১৮ ২১:৫৫

সিনিয়র করেসপন্ডেন্ট

স্বাধীন বাংলাদেশের প্রথম আঞ্চলিক সংবাদপত্র ‘দৈনিক বাংলাদেশ’-এর সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাবেক আবাসিক প্রতিনিধি প্রবীণ রাজনীতিবিদ আমান উল্লাহ খান (৭৮) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

আমান উল্লাহ খান ১৯৪১ সালে শেরপুর উপজেলার জয়লা জুয়ান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের বগুড়ার সংবাদদাতা ছিলেন। তিনি ১৯৬৯-১৯৭৪ সাল পর্যন্ত বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও ১৯৭৩ সালে শেরপুর-ধুনট জাতীয় সংসদ সদস্য ছিলেন তিনি। ১৯৬৮ সালে বগুড়ার ইতিহাস বিষয়ক গ্রন্থ ‘আজকের বগুড়া’ রচনা করেন আমান উল্লাহ খান।

এ ছাড়া স্বাধীনতার পর আমান উল্লাহ খান বগুড়া থেকে প্রকাশিত দেশের প্রথম আঞ্চলিক সংবাদপত্র ‘দৈনিক বাংলাদেশ’ পত্রিকা প্রকাশ করে সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর