Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু


১০ ডিসেম্বর ২০২০ ০৯:৩৬ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ০৯:৩৮

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে টানা ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফের চালু হয়েছে ফেরি চলাচল। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান জানান, গত ১২টার দিকে কুয়শার ঘনত্ব বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় ঘাটের উভয়পাশে আটকে পড়ে নৈশকোচ, বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস মিলে ৫ শতাধিক যানবাহন।

বিজ্ঞাপন

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম জানান, এই নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে নৈশকোচ ও যাত্রীবাহী বাসগুলো পারাপার করা হচ্ছে। পর্যায়্ক্রমে পণ্যবাহী ট্রাক পারাপার করা হয়।

এদিকে কুয়াশাকে টেক্কা দিতে এই নৌ রুটে ১০টি ফেরিতে ফগলাইট স্থাপন করা হলেও তা কোনো কাজে আসছে না। ২০১৪ সালে এই ফগলাইটে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে।

টপ নিউজ ফেরি

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর