Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১৯-২০ সালের বার্ষিক প্রতিবেদন উন্মোচন করলেন প্রধানমন্ত্রী


১০ ডিসেম্বর ২০২০ ০০:৪৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১০:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ২০১৯-২০ সালের বার্ষিক প্রতিবেদন উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই প্রতিবেদনে করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সমন্বিত পদক্ষেপের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) সরকারি বাসভবন গণভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদনটি উন্মোচন করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সিকিউটিভ সেল ও পিইপিজেডের মহাপরিচালক মোহা. আহসান কিবরিয়া সিদ্দিকী বলেন, প্রতিবেদনে বিশেষত করোনভাইরাস (কোভিড -১৯) পরিস্থিতি মোকাবিলা সফলভাবে পরিচালনার জন্য কিভাবে সরকারি সব প্রচেষ্টা সমন্বয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) তত্ত্বাবধানে মহামারির নেতিবাচক প্রভাবগুলো মোকাবিলা করে কিভাবে দেশ অর্থনৈতিক উন্নতি সাধন করেছে, সেদিকে বিশেষভাবে এই প্রতিবেদনটিতে জোর দেওয়া হয়েছে।

গণভবন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয় বার্ষিক প্রতিবেদন বার্ষিক প্রতিবেদন উন্মোচন