Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়াজ হত্যা মামলায় ১ জনের আমৃত্যু ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড


১০ ডিসেম্বর ২০২০ ১৩:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ২০১৪ সালের ৯ জুন ঢাকা সিটি কলেজের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের শিক্ষার্থীর সংঘর্ষে ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থী আয়াজ হত্যার মামলায় একজনকে আমৃত্যু কারাদণ্ড এবং পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন, ইনজামামুল ইসলাম ওরফে জিসান। দণ্ডের পাশাপাশি তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

যাবজ্জীবন দণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো. নাসিম এবং আরিফ হোসেন রিগ্যান। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আর তিন মাসের কারাভোগ করতে হবে।

বিজ্ঞাপন

২০১৪ সালের ৯ জুন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের সময় রাজধানীর ধানমণ্ডিতে আয়াজ হককে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

ওই ঘটনায় তার বাবা অ্যাডভোকেট সহিদুল হক ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন।

আয়াজ হত্যা কারাদণ্ড রায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর