Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল: বস্ত্র ও পাটমন্ত্রী


১০ ডিসেম্বর ২০২০ ১৬:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকার জনগণের কল্যাণে উন্নয়ন করে যাচ্ছে এবং প্রশংসনীয় ভূমিকায় দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে।’

বৃহস্প‌তিবার (১০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা প‌রিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ নী‌তি‌নির্ধারণী ফোরাম উপজেলা সমন্বয় ক‌মি‌টির সভায় প্রধান অতি‌থির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা দিয়েছিলেন কিন্তু অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি। এখন সেই কাজটি তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন।’

বিজ্ঞাপন

রূপগঞ্জ উপজেলা প‌রিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ নুসরাত জাহা‌ন, উপজেলা প‌রিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা প‌রিষদের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সোহেল, রূপগঞ্জ ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, দাউদপুর ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীরসহ অনেকে।

বিজ্ঞাপন

আরো