একমাস বয়সী শিশুকে হত্যার অভিযোগ মা ও নানির বিরুদ্ধে
১০ ডিসেম্বর ২০২০ ১৭:৪৭
ঢাকা: রাজধানীর জুরাইনে একটি বাসায় মীম নামে ১ মাস ১০ দিন বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে শিশুর মা ও নানির বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবার নাম মো. মিলন। তিনি জুরাইন বউবাজারে কাঁচামাল বিক্রি করেন। আর শিশুটির মা জিয়াসমিন আক্তার গৃহিণী। তাদের একমাত্র সন্তান মীম।
শিশুটির বাবা মিলন জানায়, তারা স্বামী-স্ত্রী দুজনের বাড়িই ফরিদপুর। বর্তমানে থাকেন জুরাইন আফসার করিম রোডের বাড়িতে। গতকাল রাতে জিয়াসমিনকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে জিয়াসমিনের মা কাঞ্চনী বেগমের সঙ্গে তার ঝগড়া হয়। জিয়াসমিনকে এখন গ্রামের বাড়িতে নিয়ে যেতে না করেন। ঝগড়াঝাটির পর রাতে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে মেয়ে সন্তানকে সুস্থ দেখেই কাজে যান মিলন।
মিলন আরও জানায়, সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবেশীর মাধ্যমে খবর দেওয়া হয় তার মেয়ে মীমকে কাপড় দিয়ে মুড়িয়ে ব্যাগ ও জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে যাচ্ছে জিয়াসমিন ও তার মা কাঞ্চনা বেগম। শিশুটির নাক-মুখ দিয়ে রক্ত ঝড়ছে। তিনি বাসায় গিয়ে জিয়াসমিন ও তার মাকে আটকে রেখে শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান।
মিলনের অভিযোগ করে বলেন, যতবারই জিয়াসমিনের মা তাদের বাসায় আসত ততবারই ঝগড়া বাঁধাতো। জিয়াসমিন ও তার মা তার সন্তানকে মেরে ফেলেছে। মীম পুরোপোরি সুস্থ ছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।