Tuesday 11 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীবাগ থেকে অস্ত্রসহ প্রতারক গ্রেফতার


১৫ মার্চ ২০১৮ ২২:২৮

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর শাহবাগের পরীবাগ এলাকা থে‌কে প্রতারণার অভিযো‌গে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ রেজাউর রহমান (৩৮) না‌মে একজন‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব-২। রেজাউর নিজেকে বিভিন্ন সময় সামরিক বা বেসামরিক কর্মকর্তাসহ নানাপ্রকার ভূয়া পরিচয় দিয়ে এবং ভয়ভীতি দে‌খি‌য়ে অবৈধ সুবিধা আদায় কর‌তেন।

র‌্যাব-২ অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আনোয়ার-উজ-জামান বৃহস্প‌তিবার (১৫ মার্চ) এ বিষয়ে জানান, বুধবার রা‌তে পরীবা‌গের ১২ নম্বর বাসার শেলটেক ‘দ্বীন মঞ্জিলে’র সাম‌নের রাস্তা থে‌কে পালা‌নোর সময় রেজাউর‌কে গ্রেফতার করা হয়। তার শরীর তল্লাশি ক‌রে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

‌তি‌নি আরও জানান, রেজাউর কখনো সমাজের উচ্চপদস্থ সামরিক বা বেসামরিক পদের কর্মকর্তা, আবার কখ‌নো রাজনৈতিক দলের নেতা বা মন্ত্রীদের আত্মীয় বলে প‌রিচয় দিত। বিভিন্নজনকে ফোন ক‌রে প্রতারণা করত। শুধু তা-ই নয়, বেকার যুবকদের চাকরি, টেন্ডারসহ নানাপ্রকার কাজ দেওয়ার প্র‌তিশ্রু‌তি দি‌য়ে টাকা হা‌তি‌য়ে নিত। পরবর্তী সম‌য়ে কেউ য‌দি টাকা ফেরত চাই‌ত তাহ‌লে তা‌কে অস্ত্র দে‌খি‌য়ে ভয়ও দেখা‌ত।

তিনি আরও জানান, রেজাউরের বিরু‌দ্ধে চাঁদাবাজিরও অভিযোগ র‌য়ে‌ছে।

সারাবাংলা/এসআর/আইজেকে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর