Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলাশবাড়ি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিপ্লব বিজয়ী


১০ ডিসেম্বর ২০২০ ২১:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা: জেলার নবগঠিত পলাশবাড়ি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলা পরিষদ হলরুম থেকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা আব্দুল মোত্তালিব এ ফলাফল ঘোষণা করেন।

নারকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ২৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু বক্কর প্রধান নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৬৭ ভোট।

এর আগে, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নবগঠিত এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিল ৩১ হাজার ৬০২ জন। এরমধ্যে পুরুষ ১৫ হাজার ৩৩৪ জন এবং নারী ১৬ হাজার ২৬৮ জন।

বিজ্ঞাপন

জেলা নির্বাচন কর্মকর্তা পলাশবাড়ি পৌরসভা নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর