Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ সুপার পদে ২৩ জনের পদোন্নতি


১০ ডিসেম্বর ২০২০ ২১:৫৯

ঢাকা: পুলিশ সুপার (এসপি) পদে ২৩ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। তারা অতিরিক্ত পুলিশ সুপার পদে বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। এদের মধ্যে দুজন বিদেশে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্বরাস্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন পুলিশ অধিদফতরের সুফিয়ান আহমেদ, শিল্পাঞ্চল পুলিশের মো. নাজিমুল হক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ওয়াহিদুল হক চৌধুরী, পুলিশ অধিদফতরের মোহাম্মদ বেলায়েত হোসেন, ঢাকা পুলিশ স্টাফ কলেজের মো. জাহাঙ্গীর আলম, বিশেষ শাখার (এসবি) ড. এস এম ফরহাদ হোসেন, স্পেশাল প্রটেকশন অ্যান্ড প্রটেকশন ব্যাটলিয়নের মো. আবদুল্লাহ আল-মামুন, ঢাকা পুলিশ স্টাফ কলেজের মো. নূরুল আমীন হাওলাদার, সিআইডির আ.স.ম শামসুর রহমান ভুঁঞা, আরআরএফের মো. মাহফুজ্জামান আশরাফ, ডিএমপির জসিম উদ্দীন, র‌্যাবের মোহাম্মদ তাজুল ইসলাম, পুলিশ অধিদপ্তরের মোহাম্মদ মাহবুবুর রহমান ও শাহরিয়ার আলী।

পদোন্নতি প্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন পিবিআইয়ের মো. বেলাল হোসেন, এপিবিএনের রবিউল ইসলাম, রংপুর মহানগরী পুলিশের মো. আব্দুল্লাহ আল ফারুক, পুলিশ অধিদপ্তরের মো. আনোয়ার জাহিদ, ঢাকা জেলা পুলিশের মোহাম্মদ সাঈদুর রহমান, ঢাকা পুলিশ স্টাফ কলেজের মোহাম্মদ সালাহ্‌ উদ্দিন তালুকদার, এপিবিএনের মো. শাজাহান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর আরেকটি প্রজ্ঞাপনে আরো দুজন অতিরিক্ত পুলিশ সুপারের পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হওয়ার তথ্য জানানো হয়েছে। তারা হলেন- সুদান মিশনে কর্মরত মোহাম্মদ আব্দুল হালিম এবাং শিক্ষা প্রেষণে অস্ট্রেলিয়াতে অধ্যয়নরত বেগম হুমায়রা পারভীন।

বিজ্ঞাপন

এসপি পুলিশ সুপার রদবদল

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর