Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বহুতল ভবন থেকে লাফ দিয়ে যুবকের ‘আত্মহত্যা’


১১ ডিসেম্বর ২০২০ ১১:৫৩

ঢাকা: রাজধানীর মতিঝিল সিটি সেন্টার ভবনের সামনে থেকে অজ্ঞাত পরিচয় (২৪) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা সিটি ভবন থেকে লাফিয়ে ওই যুবক আত্মহত্যা করতে পারে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রাতে খবর পাই সিটি সেন্টারের সামনের রাস্তায় একটি মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করি।

এসআই আরও জানায়, ধারণা করা হচ্ছে সিটি সেন্টার ভবন থেকে লাফিয়ে পরে আত্মহত্যা করেছে। এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়ণাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল মৃতদেহ সিটি সেন্টার