গাজীপুর দেবে গেছে কাপাসিয়া-শ্রীপুর সড়কের আধা কিলোমিটার
১১ ডিসেম্বর ২০২০ ১৮:৫৮
গাজীপুর: জেলার কাপাসিয়া-শ্রীপুর সড়কের নারায়ণপুর বাজার ও শীতলক্ষ্যা নদীসংলগ্ন আধা কিলোমিটার রাস্তা দেবে গেছে। শুক্রবার (১১ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। ভূমিধসের কারণে এ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমানত হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় অধিবাসী মেহেদী জানান, এখন পর্যন্ত ৪বার এই জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। ১৯৬৪ সালে ফেব্রুয়ারি মাসে প্রথম বার, ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় বার, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তৃতীয়বার, ২০২০ সালের আজ ভোর রাতে চতুর্থ বার ভূমিধসের ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, গাজীপুরের সওজের কর্মকর্তারা ‘পর্যবেক্ষণ চলিতেছে’ একটি সাইনবোর্ড দিয়েই দায় সেরেছেন। এছাড়া জাইকা প্রতিনিধি, সড়ক ও জনপদের প্রতিনিধি একাধিকবার এলাকা পরিদর্শন করে গেলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। তবে একটি সূত্র জানায়, শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণ এ ঘটনা ঘটতে পারে।