ভাস্কর্যবিরোধীদের বিরুদ্ধে বগুড়ায় ভিন্নধর্মী প্রতিবাদ
১১ ডিসেম্বর ২০২০ ২১:১১
বগুড়া: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্যবিরোধীদের বিরুদ্ধে বগুড়ার ঐতিহাসিক মুজিব মঞ্চে প্রতিবাদি শিল্পকর্ম নির্মাণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা নান্দনিক ও সৃষ্টিশীল শিল্পের পক্ষে’ স্লোগানে শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিল্পকর্ম নির্মাণ কর্মসূচি আয়োজন করেন চারুশিল্পীদের সংগঠন চারুবন্ধন বগুড়া ও চলচ্চিত্রকর্মীদের সংগঠন ‘পুন্ড্রনগর চলচ্চিত্র সংসদ, বগুড়া’। ১৫ জন চিত্রশিল্পীর চিত্রকর্মে এবং আমন্ত্রিত অতিথিদের প্রতিবাদি বক্তব্যে সাতমাথা চত্বর আলোড়িত হয়।
চারুবন্ধন বগুড়ার সভাপতি সাইদ মালিথা ও পুন্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার পরিচালক সুপিন বর্মণ এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় প্রতিবাদ সভা। আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হয়ে বক্তব্য রাখেন- বিশিষ্ট ভাস্কর ও শিক্ষক অনিক রেজা, জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আবু সাইয়ীদ।
এছাড়াও প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, নাট্যজন খলিলুর রহমান চৌধুরী, কবি জয়ন্ত দেব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, চিত্রশিল্পী বেলাল উদ্দিন আহমদ, নাট্যকর্মী অলোক পাল, চিত্রশিল্পী তারিকুল ইসলাম, আজিজুল হক।
প্রতিবাদী চিত্রকর্মে অংশগ্রহণ করেন চিত্রশিল্পী জয়নুল আবেদীন, সাফিয়া সারোয়ার শ্রেষ্ঠা, প্রমিতি, সিদ্দিকুর রহমান, তারিকুল ইসলামসহ অন্যরা।