Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা: শাপলা চত্বরে এফবিসিসিআই‘র মানববন্ধন


১২ ডিসেম্বর ২০২০ ১৪:২২

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পক্ষ থেকে দেশজুড়ে মানববন্ধন কসর্মসূচি পালন করেছে।

শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে শেখ ফজলে ফাহিম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা অবমাননা করেছেন তারা দেশের সংবিধান অমান্য করেছেন। তারা স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী ৩০ লাখ শহিদ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রহানিকে অবমাননা করেছেন। তারা দেশের আইন অমান্য করেছেন।’

তিনি বলেন, ‘আমরা আশা করি এবং দাবি জানাচ্ছি যারা বাংলাদেশ ও রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী বক্তব্য ও পদক্ষেপ নিয়েছেন তাদের বিরুদ্ধে সরকার প্রচলিত আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেবে।

এছাড়াও সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে আমাদের স্বাধীনতা। দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালনের আগমুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ব্যবসায়ীমহল মানবে না। যারা ভাস্কর্যকে ইসলামবিরোধী বলে বঙ্গবন্ধুকে অবমাননা করে তাদের এদেশের ব্যবসায়ী সমাজ মেনে নেবে না। এটা সহ্য করা হবে না।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসস্টি (ডিসিসিআই), পোশাক শিল্প মালিক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ প্রতিনিধি, বাংলাদেশ টাইলস ডিলার অ্যান্ড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(রিহ্যাব), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফচাকচারার্স এক্সপার্ট অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বিজিএপিএমইএ, ডাইড ইয়ার্ন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।

বিজ্ঞাপন

এফবিসিসিআই কর্মসূচি পালন প্রতিবাদ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মানববন্ধন

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর