Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে কাটা পড়ে ঢাকা কলেজ ছাত্রের মৃত্যু


১২ ডিসেম্বর ২০২০ ২০:৪০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ০৪:৫১

ঢাকা: রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে মেজবাহ উদ্দিন (২৫) নামে এক ছাত্র মারা গেছেন। মেজবাহ ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।

শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হাসান জানান, সন্ধ্যার দিকে মগবাজার হয়ে ট্রেনটি কমলাপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনে কাটা পড়ে মেজবাহ উদ্দিন ঘটনাস্থলে মারা যান।

ওসি আরও জানান, পরিবার সদস্যদের কাছ থেকে জানা গেছে মেজবাহ ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্সে পড়তেন। তাদের বাড়ি লক্ষ্ণীপুর জেলার রামগতি উপজেলার বালুরচড় গ্রামে। বাবার নাম আব্দুল ওয়াদুদ।

কীভাবে ট্রেনে কাটা পড়ে মেজবাহ উদ্দিন মারা গেছেন তা জানার চেষ্টা চলছে বলে রেলওয়ে থানার ওসি উল্লেখ করেন।

টপ নিউজ ট্রেনে কাটা পড়া মগবাজার

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর