Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত


১৬ মার্চ ২০১৮ ১১:১৭

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইব্রাহিম মাঝি নামে একজন নিহত হয়েছেন, নিহত ব্যক্তি জলদস্যু বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) ভোর চারটার দিকে উপজেলার চরবালুয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মাঝি চর একই এলাকার প্রয়াত ছেরাজ কামলার ছেলে।

র‌্যাবের বরাত দিয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে র‌্যাব-৭ এর একটি দল সন্ধীপের সীমান্তবর্তী চরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের সাথে জলদস্যু ইব্রাহিম মাঝি ও তার সহযোগীদের গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলে ইব্রাহিম নিহত হয়। তার কাছ থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করে র‌্যাব। নিহত ইব্রাহিম মাঝির বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

সারাবাংলা/ এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর