পরীক্ষা বাতিলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান ১৩ হাজার শিক্ষানবিশ
১২ ডিসেম্বর ২০২০ ২২:১৫
ঢাকা: মহামারি করোনা পরিস্থিতি বিবেচনা করে আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষায় এমসিকিউ (নৈবর্ত্তিক) উত্তীর্ণ প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর লিখিত পরীক্ষার বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছে শিক্ষানবিশ আইনজীবীরা। শনিবার (১২ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এমসিকিউ উত্তীর্ণদের লিখিত পরীক্ষা বাতিলসহ বার কাউন্সিলের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ তুলে ধরে বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদের ব্যানারে এ সংবাদ সম্মেলন আয়োজিত হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষানবিশ আইনজীবী একে মাহমুদ বলেন, ‘সারাদেশজুড়ে করোনা মহামারি এখনো বিদ্যমান। করোনায় প্রতিনিয়ত আমাদের শিক্ষানবিশ আইনজীবী ভাই-বোনরা আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় বার কাউন্সিল আগামী ১৯ ডিসেম্বর আমাদের এমসিকিউ উত্তীর্ণদের লিখিত পরীক্ষার আয়োজন করেছে। আমরা সকলেই চলমান করোনা পরিস্থিতিতে লিখিত পরীক্ষা বাতিল চাই এবং ভাইভার তারিখ নির্ধারণ করে আমাদের মেধা যাচাইয়ের দাবি জানাই।’
শিক্ষানবিশ আইনজীবী ফজলে রাব্বী স্বরণ বলেন, ‘বার কাউন্সিলে লিখিত পরীক্ষার খাতা দেখা নিয়ে যে বাণিজ্য হয়, তা আমরা সকলেই জানি। আমরা বিভিন্ন সময়ে বার কাউন্সিলকে অবহিত করলেও তারা আমাদের যৌক্তিক দাবির বিষয়ে কর্ণপাত করেনি। এদিকে করোনার মধ্যে সারাদেশ থেকে ১৩ হাজার শিক্ষার্থীকে ঢাকায় জড়ো করা আমাদের সকলের জন্য হুমকিস্বরুপ।’
পরীক্ষা নিলে অনেকেই আক্রান্তের তথ্য গোপন করে পরীক্ষার হলে হাজির হবেন এবং করোনার ব্যাপকতা বৃদ্ধি করবেন। আইনমন্ত্রী নিজেও করোনার মধ্যে পরীক্ষা না নেওয়ার বিষয়ে মতপোষণ করেছিলেন। তাই করোনা পরিস্থিতিতে আমাদের এমসিকিউ উত্তীর্ণ ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবীদের লিখিত পরীক্ষা বাতিল করে ভাইভার মাধ্যমে মেধাযাচাই করতে আমরা বার কাউন্সিরের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।