Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলগুলোতে ভার্চুয়ালি পালিত হবে বুদ্ধিজীবী ও বিজয় দিবস


১৩ ডিসেম্বর ২০২০ ০৯:০৮

ঢাকা : প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রকোপে মুখে এ বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভার্চুয়ালি পালিত হবে বুদ্ধিজীবী ও বিজয় দিবস। প্রাথমিক শিক্ষা অফিদপ্তর (ডিপিই) এ নির্দেশনা দিয়েছেন।

ডিপিই প্রশাসন পরিচালক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হবে। শিক্ষার্থীদের স্বশরীরে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে না। তারা অনলাইনে বা ই-মেইলের মাধ্যমে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ১ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভার্চুয়ালি শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। মাঠ পর্যায়ে এ সিদ্ধান্তের চিঠিও পাঠানো হয়ে গেছে। শিক্ষকদের বলা হয়েছে, এসব দিবসের বিভিন্ন অনুষ্ঠান ভার্চুয়ালি আয়োজন করতে।

 

টপ নিউজ প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা অফিদপ্তর বিজয় দিবস বুদ্ধিজীবী দিবস ভার্চুয়াল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর