Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেখানেই যান বিজয়ী জাতির আত্মমর্যাদাবোধ নিয়ে চলবেন: শেখ হাসিনা


১৩ ডিসেম্বর ২০২০ ১৩:১৭

ফাইল ছবি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা যেন কখনো ব্যর্থ না হয়। আমরা বিশ্বের কাছে সারাজীবন মাথা উঁচু করে বিজয়ী জাতি হিসাবে চলতে পারি এবং যে যেখানেই যাবেন বিজয়ী জাতি হিসাবে আত্মমর্যাদাবোধ নিয়ে, আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে চলবেন।’

রোববার (১৩ ডিসেম্বর) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২০ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২০-এর গ্রাজুয়েশন সেরিমনিতে অংশ নিয়ে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি মিরপুর সেনানিবাস শেখ হাসিনা কমপ্লেক্স ডিএসসিএসসিতে প্রান্তে যুক্ত ছিলেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ ও বিদেশে উচ্চ পর্যায়ে সামরিক-অসামরিক কর্মকর্তাদের মাঝে উঁচু স্তরের জ্ঞানশৈলীর বিকাশ ঘটাতে সক্ষম হচ্ছে। ন্যাশনাল ডিফেন্স কলেজ তার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। শুধু সশস্ত্র বাহিনীর ভিতরেই নয় এনডিসি জাতীয় পর্যায়ের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বেসামারিক পরিমণ্ডলেও সমাদৃত হচ্ছে।‘

সরকারি উচ্চপদস্থ, অসামারিক কর্মকর্তারা এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ দক্ষতার পরিচয় দিচ্ছে। পাশাপাশি অন্যান্য বন্ধুপ্রতিম রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্প্রীতি গড়ে তুলতে এনডিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এ পর্যন্ত ৩৭টি বন্ধুপ্রতিম দেশের সশস্ত্র বাহিনীর সদস্যগণ এনডিসিতে উচ্চশিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং পরবর্তীতে তাদের নিজ নিজ দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। এর ফলে বহিঃবিশ্বের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পথ সুগম হয়েছে।’

বিজ্ঞাপন

কোভিড-১৯’এ একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেও কোর্স সম্পন্ন করে সকলে স্ব স্ব কর্মস্থলে ফিরে যাওয়ার কথা তুলে ধরেন এবং প্রশিক্ষণার্থী সকলের জীবনের সফলতা কামনা করেন।

প্রধানমন্ত্রী এনডিসির প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এনডিসি তার শিক্ষা প্রশিক্ষণের উচ্চ মানের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং এই প্রতিষ্ঠানের গ্রাজুয়েটরা আপনারা আপানাদের জ্ঞান, ইচ্ছা শক্তি ও অঙ্গীকার সামনে রেখে আমাদের দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি স্থিতিশীল টেকসই উন্নয়ন আত্মনির্ভরশীলতা সর্বোপরি গৌরবময় অবস্থানের দিকে নিয়ে যাবেন। কারণ এই বিজয়ের মাসে বলবো, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা যেন কখনো ব্যর্থ না হয়, এই স্বাধীনতা যেন আমাদের দেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যায়, সারাবিশ্বের কাছে আমরা যেন সারাজীবন মাথা উঁচু করে বিজয়ী জাতি হিসাবে চলতে পারি এবং আপনারা যেখানেই যাবেন বিজয়ী জাতি হিসাবে আত্মমর্যাদাবোধ নিয়ে, আত্ম সম্মান নিয়ে মাথা উঁচু করে চলবেন।’

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে সফলভাবে কোর্স সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অতীতের ন্যায় সামনের দিনগুলোতে এই প্রতিষ্ঠানটির জন্য সকল ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

আত্মমর্যাদা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর