Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ামিতে ফুটওভার ব্রিজ ভেঙ্গে ৪ জনের মৃত্যু


১৬ মার্চ ২০১৮ ১১:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

||সারাবাংলা ডেস্ক||

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে একটি নতুন বানানো ফুট ওভার ব্রিজ ভেঙ্গে চার জনের মারা গেছে।
বৃহস্পতিবার দুপুরে (স্থানীয় সময়) এ দুর্ঘটনা ঘটে। ব্রিজটির দৈর্ঘ্য ছিলে ১৭৪ ফুট।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এ ফুট ব্রিজটি ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটির একটি আবাসিক এলাকার মধ্যে সংযোগ করত।

ব্রিজের নিচে আট লেনের একটি ব্যস্ত সড়ক ছিল। ধসের ফলে ৯৫০ টন কংক্রিট আর ধাতব কাঠামোর নিচে চাপা পড়ে ট্রাফিক সিগনালে আটকে থাকা আটটি গাড়ি।

মায়ামি-ডেইড কান্ট্রি ফায়ার চিফ ডেভ ডাওনি জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দশজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই কংক্রিটের স্তূপের নিচে কতজন চাপা পড়ে আছে, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধারকর্মীরা এখনও সেখানে কাজ করছেন।

বিজ্ঞাপন

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সেতু ধসে পড়ার পর চাপাপড়া গাড়িগুলো থেকে আতঙ্কিত চিৎকার শোনা যাচ্ছিল।

পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা জুয়ান কার্লোস লিলেরা এএফপিকে জানিয়েছেন, ব্রিজটা যখন পরে যায় তখন বোমা বিস্ফোরণের মতো বিশাল শব্দ হয়েছিল।

তিনি আরও বলেন, জায়গাটিকে দুর্যোগে বিধ্বস্ত এলাকার মতো দেখাচ্ছে, মনে হচ্ছে সত্যিই এখানে বোমা বিস্ফোরিত হয়েছে।

এই সেতুটি গত শনিবারেই চালু করা হয়েছিল, যদিও এটি ২০১৯ সালে উদ্বোধন হওয়ার কথা।

স্থানীয় পত্রিকা মিয়ামি হেরাল্ড জানিয়েছে, গতবছর অগাস্টে ওই সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক ছাত্রের মৃত্যু হয়। এ কারণে ইউনিভার্সিটির শিক্ষার্থী ও কর্মীরা সেখানে একটি ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিল।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, এই ফুট ব্রিজটির বয়স মাত্র পাঁচদিন। পাঁচদিনে কীভাবে একটা ব্রিজ ভেঙ্গে পড়ল সে বিষয়ে তদন্ত করছে ফেডারেল ও স্টেট তদন্ত কর্মকর্তারা।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর