হিমছড়ির ঢাল থেকে দুই লাশ উদ্ধার
১৬ মার্চ ২০১৮ ১২:০৮ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:০৬
ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট
কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার হিমছড়ির ঢাল থেকে দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মার্চ) ভোরে লাশ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে স্থানীয় লোকজন দুইজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, হিমছড়ির ঢাল থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাদের হত্যা করে ফেলে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এমএইচ/একে