ঠাকুরগাঁওয়ের সদর হাসপাতালে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু
১৩ ডিসেম্বর ২০২০ ১৮:২৮
ঠাকুরগাঁও: জেলা আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় অক্সিজেনের অভাবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ দুর্ব্যবহার করে।
রোববার (১৩ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে এই ঘটনা ঘটে। দশ মাস বয়সী ওই মৃত শিশু ফালাক শহরের আশ্রম পাড়া মহল্লার ফয়সাল মাহমুদের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান ১০ মাসের শিশু ফালাককে ১২ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে শ্বাসজনিত সমস্যা নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১৩ ডিসেম্বর সকাল ৮টায় শিশুটির মৃত্যু হয়।
স্বজনরা অভিযোগ করে বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে। অক্সিজেন আনতে যাওয়ার কথা বলে ১ ঘণ্টা পরও কর্তৃপক্ষ অক্সিজেন দেয়নি। উল্টো তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে।’
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াওয়াজ বলেন, ‘শিশুটির হার্টের সমস্যা ছিল। গতকাল রাত ৯টা ৪৫ মিনিটে শ্বাসজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়। সকালে শিশুর অক্সিজেন বন্ধ হয়ে গিয়েছিল। ওয়ার্ড বয় অক্সিজেন আনতে গিয়েছিল। যখন অক্সিজেন নিয়ে আসা হয় ততক্ষণে বাচ্চাটি মারা যায়।’ অনেক বাচ্চা ভর্তি থাকার কারণে অক্সিজেন দিতে ৫-১০ মিনিট দেরি হয়েছিল বলেও স্বীকার করেন এই চিকিৎসক।