Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক বড় হাতিয়ার’


১৩ ডিসেম্বর ২০২০ ১৯:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনায় আমাদের সংক্রমণের হার কম। তারপরও আমরা বসে নেই, মানুষকে এখন মাস্ক পরতে সচেতন করার জন্য গণমাধ্যমের মাধ্যমে প্রচার করে যাচ্ছি। মাস্ক বড় হাতিয়ার করোনা সংক্রমণকে প্রতিরোধ করতে।’

রোববার (১৩ ডিসেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় গাইডলাইন সমূহের মোড়ক উন্মোচন এবং হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ব্যবস্থার প্রয়োজনীয়তা বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার মানুষ। তাদের জন্য দুঃখপ্রকাশ করি। কিন্তু অন্য দেশের তুলনায় সেটা কম। ভারতে দেড় লাখ, আমেরিকায় ৩ লাখ মানুষ মারা গেছে। আমেরিকার জনসংখ্যা বাংলাদেশের দ্বিগুণ। তাহলে আমাদের মৃতের সংখ্যা দেড় লাখ হতে পারতো।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘করোনার কারণে অনেক দেশের অবস্থা খারাপ হয়েছে, অর্থনীতি বিপর্যস্ত। পৃথিবীর প্রতিটি দেশের অবস্থা খারাপ, অনেক মানুষ কর্মহীন। কিন্তু বাংলাদেশের অবস্থা ভালো, প্রবৃদ্ধি ভালো। বাংলাদেশের ডেভেলপমেন্ট কাজ এখনো চলছে, যার প্রমাণ পদ্মাসেতুর উদ্বোধন। অর্থাৎ আমাদের অর্থনীতি সচল রয়েছে, আমাদের খাদ্যের অভাব নাই। প্রেডিকশন করা হচ্ছে যদি খাদ্যের অভাব হয় তাহলে পৃথিবীতে খাবারের অভাবে ২০ কোটি মানুষ মারা যাবে, কিন্তু বাংলাদেশে খাদ্যের অভাব হবে না। কোনো কিছুই বাংলাদেশে থেমে নেই, কেবল শিক্ষাতে একটু সমস্যা হয়েছে। যদিও অনলাইন ক্লাস চলছে।’

করোনাতে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল ব্যবস্থা সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, ‘একজন করোনায় আক্রান্ত রোগীকে চিকিৎসা দিতে সরকারের খরচ হয় ১ লাখ ৩০ হাজার টাকা, আর যদি সে আইসিইউ চলে যায় তাহলে খরচ হচ্ছে প্রায় ৪ লাখ টাকা। ১৫ দিনের চিকিৎসা খরচ সরকার বহন করছে।’

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন কাজ উপস্থাপন করেন রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসী। অনুষ্ঠানে বিভিন্ন গাইডলাইন নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. অনিন্দ্য রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ অন্যান্যরা।

করোন সংক্রমণ মাস্ক বড় হাতিয়ার