Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউতে ৩১ শিক্ষকের পদোন্নতি, অধ্যাপক হলেন ডা. নুজহাত


১৩ ডিসেম্বর ২০২০ ২৩:১৭ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ২৩:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চক্ষুবিজ্ঞান বিভাগে (ভিট্রিও-রেটিনা) অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এদিন বিএসএমএমইউ’র অন্যান্য বিভাগের আরও ৩০ জন শিক্ষক পদোন্নতি পেয়েছেন।

রোববার (১৩ ডিসেম্বর) বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন। পদোন্নতিপ্রাপ্তদের নিয়োগ ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

অধ্যাপক আব্দুল হান্নান বলেন, সিন্ডিকেটের ৮০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সার্জারি, মেডিসিন, ডেন্টাল সায়েন্সসহ বিভিন্ন ফ্যাকাল্টির মোট ৩১ জনকে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ডা. নুজহাত চৌধুরী চক্ষুবিজ্ঞান বিভাগের অধ্যাপক (ভিট্রিও-রেটিনা) পদে পদোন্নতি পেয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, রোববার (১৩ ডিসেম্বর) সকালে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া পদোন্নতি পাওয়া শিক্ষকদের হাতে পদোন্নতির চিঠি তুলে দেন।

ডা. নুজহাত ডা. নুজহাত চৌধুরী পদোন্নতি বিএসএমএমইউ বিএসএমএমইউ শিক্ষক