ঢাকা: শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চক্ষুবিজ্ঞান বিভাগে (ভিট্রিও-রেটিনা) অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এদিন বিএসএমএমইউ’র অন্যান্য বিভাগের আরও ৩০ জন শিক্ষক পদোন্নতি পেয়েছেন।
রোববার (১৩ ডিসেম্বর) বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন। পদোন্নতিপ্রাপ্তদের নিয়োগ ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।
অধ্যাপক আব্দুল হান্নান বলেন, সিন্ডিকেটের ৮০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সার্জারি, মেডিসিন, ডেন্টাল সায়েন্সসহ বিভিন্ন ফ্যাকাল্টির মোট ৩১ জনকে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ডা. নুজহাত চৌধুরী চক্ষুবিজ্ঞান বিভাগের অধ্যাপক (ভিট্রিও-রেটিনা) পদে পদোন্নতি পেয়েছেন।
এর আগে, রোববার (১৩ ডিসেম্বর) সকালে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া পদোন্নতি পাওয়া শিক্ষকদের হাতে পদোন্নতির চিঠি তুলে দেন।