Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা


১৪ ডিসেম্বর ২০২০ ১২:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল :  সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনার গ্রামে হেলেনা আক্তার মুন্নি (১২) নামে এক স্কুলছাত্রী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয় পুলিশ। পরিবারের দাবি, মুন্নিকে পাশবিক নির্যাতন করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহত মুন্নি ওই এলাকার হেলাল হাওলাদারের মেয়ে। সে স্থানীয় দিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। জানা গেছে, হেলাল হাওলাদার দিনার গ্রামে ফারুক খানের বাসায় ভাড়া থাকতেন।

রোববার সন্ধ্যায় ওই স্কুলছাত্রীর বাড়িতে গেলে তার মা রেনু বেগম কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, তার স্বামী ভ্যানচালক। তিনি নিজে নগরীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। ঘটনার দিন ঘরে কেউ ছিল না। রাতে ঘরে ফিরে মেয়েকে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বিজ্ঞাপন

রেনু বেগমের অভিযোগ, মুন্নিকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। মেয়ে হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন তিনি। তবে কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে সে ব্যাপারে তথ্য দিতে পারেননি তিনি।

মুন্নির নানী আমেনা বেগম জানান, মুন্নির পা ও পরনের পোশাকে কাদা লেগে ছিল। লাশের আলামত দেখে মনে হয়েছে হত্যার আগে মেয়েটি ধর্ষণের শিকার হতে পারে। ঘটনা ভিন্ন খাতে নিতে আত্মহত্যার এ নাটক সাজিয়েছে।

তিনি বলেন, রাতে যখন আমরা মুন্নির লাশ দেখতে পাই, তখন ঘরের সামনের দরজা খোলা ছিল। যাতে স্পষ্ট বোঝা যায়, ঘরে মুন্নি ছাড়াও অন্য কেউ প্রবেশ করেছিল।

বরিশাল বন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মুন্নীর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আত্মহত্যা ধর্ষণের শিকার বরিশাল স্কুলছাত্রী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর