Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজি সেলিমের দুর্নীতি মামলার শুনানি ১১ জানুয়ারি


১৪ ডিসেম্বর ২০২০ ১৫:০৮

ঢাকা: আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ১৩ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ১১ জানুয়ারি দিন ঠিক করেছেন হাইকোর্ট। সোমবার (১৪ ডিসেম্বর) বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির।

বিজ্ঞাপন

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মো. খুরশিদ আলম খান।

এর আগে, গত ১১ নভেম্বর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ১৩ বছরের দণ্ডের মামলার বিচারিক আদালতে থাকা যাবতীয় নথি (এলসিআর) তলব করেন হাইকোর্ট। গত ৯ নভেম্বর হাজী সেলিমের মামলাটি হাইকোর্ট দ্রুত শুনানির জন্য কার্যতালিকাভুক্ত করতে উপস্থাপন করা হয়।

২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। এ মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল ১৩ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। ২০০৯ সালের ২৫ অক্টোবর হাজি সেলিম এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।

এরপর ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে হাজি সেলিমের সাজা বাতিল করেন। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।

আওয়ামী লীগ আপিল হাইকোর্ট হাজি মোহাম্মদ সেলিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর