নাফ নদী থেকে ১৮ লাখ ইয়াবা উদ্ধার
১৬ মার্চ ২০১৮ ১২:৫৫
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
কক্সবাজার: কক্সবাজারের নাফ নদী থেকে ১৮ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১৬ মার্চ) ভোরে টেকনাফের নাফ নদীর দমদমিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান,শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের দমদমিয়ার বিজিবি অভিযান চালায়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এসময় বিজিবি সদস্যরা বস্তা ভর্তি ১৮ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
সারাবাংলা/ এমএইচ