ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার। সদ্য অবসরে যাওয়া বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হকের স্থলাভিষিক্ত হবেন তিনি।
সোমবার (১৪ ডিসেম্বর) সরকার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার শর্তে পরবর্তী তিন বছরের জন্যে বিটিআরসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এসময় তিনি সিনিয়র সচিবের পদমর্যাদা ভোগ করবেন।
বিটিআরসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শ্যাম সুন্দর সিকদার সারাবাংলাকে বলেন, ভালো করার মনোবাসনা থাকবে। বিটিআরসিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।
১৯৮৬ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন শ্যাম সুন্দর। এরপর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সচিব, সাভারের পিএটিসিতে পরিচালক, সংস্থাপন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
শ্যাম সুন্দর ২০১৪ সালের সেপ্টেম্বরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। ২০১৫ সালের মার্চে তিনি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান। পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে যোগ দিয়েছিলেন। এ বছরের শুরুতে অবসরোত্তর ছুটিতে গিয়েছিলেন শ্যাম সুন্দর সিকদার।