Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের ছেলের সংসার ভাঙছে


১৬ মার্চ ২০১৮ ১৩:২৩ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক ডেস্ক

ডোনাল্ড ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্প ও তার স্ত্রী ভেনিসা বিচ্ছেদে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা এ ঘোষণা দেন।

ওই বিবৃতিতে তারা জানান, ‘বার বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে আমরা এক অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একে অন্যের প্রতি অসাধারণ শ্রদ্ধাবোধ রয়েছে। আমাদের পাঁচ সন্তান রয়েছে যাদের বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।’

এ ছাড়া তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছে, ট্রাম্পের পুত্রবধু ভেনিসা ম্যানহাটন সুপ্রিম কোর্টে বিচ্ছেদের জন্য আবেদন করেছে।

বিজ্ঞাপন

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের একটি ফ্যাশন শো-তে জুনিয়র ট্রাম্পের সঙ্গে মডেল ও অভিনেত্রী ভেনিসার পরিচয় হয়। এরপর ২০০৫ সালে তারা বিয়ে করে।

দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও অবশেষে বিবাহ বিচ্ছেদের আবেদন করলে আবার তিনি সংবাদ মাধ্যমের খবরে পরিণত হন।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর