Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাঁধে রাইফেল, বুকে-পিঠে মৌলবাদবিরোধী স্লোগান


১৪ ডিসেম্বর ২০২০ ১৯:৪০

চট্টগ্রাম ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রক্ষায় কাঁধে প্রতীকী রাইফেল, বুকে-পিঠে মৌলবাদবিরোধী স্লোগান লিখে শপথ নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের একদল বীর মুক্তিযোদ্ধার সন্তান।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে নগরীর ফয়’স লেকে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের এই কর্মসূচি সবার নজর কেড়েছে। শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে যুবলীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন মোমবাতি প্রজ্বলনসহ নানা কর্মসূচি পালন করেছে।

বিজ্ঞাপন

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বধ্যভূমিতে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, চট্টগ্রাম মহানগর কমিটি’র উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের রক্তে অর্জিত বাংলা কারও দানে পাওয়া নয়। লক্ষ লক্ষ  প্রাণের বিনিময়ে পেয়েছি এ দেশ। দেশ যখন স্বাধীনতার দ্বারপ্রান্তে, তখন পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রাজাকার-আলবদররা এ দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। অসংখ্য মানুষের আত্মত্যাগে পাওয়া এই দেশে বসে স্বাধীনতাবিরোধী জামায়াত শিবির ও মৌলবাদীরা ষড়যন্ত্র করবে, সেটা মেনে নেওয়া যায় না। বেঁচে থাকা মুক্তিযোদ্ধা এবং আমাদের সন্তানরা মিলে সেই ষড়যন্ত্র প্রতিহত করব।’

শহিদ মুক্তিযোদ্ধার সন্তান ও নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেন, ‘স্বাধীনতাবিরোধী চক্র বুঝতে পেরেছিল, তাদের পরাজয় অনিবার্য। তাই জাতিকে মেধাহীন করতে বরেণ্য ব্যক্তিদের বাসা ও কর্মস্থল থেকে রাতের অন্ধকারে চোখ বেঁধে ধরে নিয়ে তারা হত্যা করে। তারা দেশের নানা জায়গায় হত্যাযজ্ঞ চালালেও মূল হত্যাকাণ্ড ঘটায় রাজধানীর রায়েরবাজারের বধ্যভূমিতে। অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সমাজ গড়তে পারলেই শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সার্থক হবে।’

বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক শাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক রাসেলের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. বেনু কুমার দে, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক শ্যামল রঞ্জন চক্রবর্তী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক খায়রুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, মোহাম্মদ ইউসুফ, সেলিম উল্লাহ, কুতুবউদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তাসলিমা আক্তার বাঁধন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম ইসলাম লিজা, মহানগর যুব লীগের সদস্য শেখ নাছির আহমেদ।

ব্যতিক্রমী সাজে উপস্থিত হয়ে এতে সংহতি জানান বীর মুক্তিযোদ্ধাদের সন্তান জয়নুদ্দিন জয়, আসাদুজ্জামান জিসান, মনি আহমেদ বিজয়, কাওসার চৌধুরী, জুনায়েন আহমেদ, মাসুম করিম, রাব্বি হোসেন জিসান ও মো. হৃদয়। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের সব ভাস্কর্য রক্ষার পাশাপশি মৌলবাদীদের প্রতিহত করার শপথ নেন। এর আগে বীর মুক্তিযোদ্ধার সন্তানরা বুদ্ধিজীবী সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

চট্টগ্রাম মহানগর যুবলীগ

বিবদমান চট্টগ্রাম মহানগর যুবলীগের দুই অংশ পৃথকভাবে শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি পালন করেছে। নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চুর নেতৃত্বাধীন অংশটি সোমবার বিকেলে নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে সভা করেছে।

অন্যদিকে নগর যুবলীগের আরেক অংশ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা করেছে। সংগঠনের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার সভাপতিত্বে ও মাহবুবুল হক সুমনের পরিচালনায় আলোচনায় অংশ নেন যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, আনোয়ার হোসেন আজাদ, মাহাবুব আলম আজাদ, নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, কাজল প্রিয় বড়ুয়া, মোজাম্মেল হোসেন নান্টু, সাজ্জাদ আলী খান বাহাদুর, কাজী রাজিশ ইমরান, হোসেন সরওয়ার্দী, ইকবাল হোসেন, শাহিন সরওয়ার ও মোহাম্মদ হোসেন।

উদীচী ও ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সোমবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এসময় সংগঠকদের মধ্যে প্রবাল দে, শীলা দাশ গুপ্তা ও জয় সেনসহ সদস্যরা উপস্থিত ছিলেন। উদীচীর পক্ষ থেকে সারাদেশের শহিদ বুদ্ধিজীবীদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির দাবি জানানো হয়।

এছাড়া সোমবার সন্ধ্যায় সভাপতি অ্যানি সেন ও সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীর নেতৃত্বে জেলা ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা নগরীর ফয়’স লেক বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোমবাতি প্রজ্বলন করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, খেলাঘর, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে।

ছবি: শ্যামল নন্দী

উদীচী কাঁধে রাইফেল চট্টগ্রাম মহানগর কমিটি ছাত্র ইউনিয়ন ব্যতিক্রমী কর্মসূচি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মৌলবাদবিরোধী স্লোগান যুবলীগ শহিদ বুদ্ধিজীবী দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর