Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাম্প্রদায়িক উগ্রতা দেখাতে চাইলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’


১৪ ডিসেম্বর ২০২০ ২২:২০

নরসিংদী: এ দেশে সাম্প্রদায়িক উগ্রতা দেখাতে চাইলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

উগ্রপন্থিদের উদ্দেশে তিনি বলেন, আমরা নিয়মতান্ত্রিক দল, গণতন্ত্রকে বিশ্বাস করি। আপনারা যদি উশৃঙ্খল আচরণ করেন, তাহলে আমরা সেটার সমুচিত জবাব দেবো। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশে কোনো সাম্প্রদায়িক তৎপরতা চলবে না।

বিজ্ঞাপন

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মনোহরদী উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় মৌলবাদী অপশক্তিকে পরাজিত করে মুক্তিযোদ্ধারা এ দেশ স্বাধীন করেছেন। এখন আবার তারা মাথাচারা দিয়ে উঠতে চায়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা ঐক্যবদ্ধভাবে মৌলবাদী শক্তিকে পরাজিত করবে।

মনোহরদী বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভা চত্বরে গিয়ে শেষ করেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজনসহ অন্যরা।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ভাস্কর্য শিল্পমন্ত্রী সাম্প্রদায়িক উগ্রতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর