Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী নির্বাচনে বিজয় আনুষ্ঠানিকতা মাত্র : কাদের


১৬ মার্চ ২০১৮ ১৩:৩৫

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

ঢাকা : আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোন ভয় নেই জনিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার উন্নয়নে অর্জনে জনগন খুশি, নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র।’

শুক্রবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দলের ত্রাণ উপকমিটির রিকশাভ্যান বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে অর্জনে জনগণ খুশি, কাজেই আগামী নির্বাচন নিয়ে আমাদের কোন প্রকার সংকোচ, কোন প্রকার ভয় আমাদের নেই।’

‘কারণ উন্নয়ন অর্জন করে আমাদের কর্ম দিয়ে আমরা ভয়কে জয় করে ফেলেছি। নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র।’

আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে কথা বললেও তা নিয়ে আওয়ামী রীগের কোনো মাথা ব্যথা নেই বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপি এত চেষ্টা করেছে একটা আন্দোলন করার জন্য, মানুষ কিন্তু সাড়া দেয়নি। তার কারণ হচ্ছে, এ দেশের জনগন বিএনপির নেতিবাচক রাজনীতিকে পছন্দ করে না প্রত্যাখ্যান করেছে।’

‘আমরা জানি আমরা বিশ্বাস করি, এদেশের জনগণ বিএনপি নামক বিষফোঁড়ার দলটিকে প্রত্যাখ্যান করেছে। বিএনপির আন্দোলনের ডাকে জনগন সাড়া দিচ্ছে না, কাজেই বিএনপির কোন নেতা কী বলল, সরকারে বিরুদ্ধে বিষোদগার করল এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই।  আমাদের মাথা ব্যথা কীভাবে আমাদের চলমান উন্নয়নের কাজগুলো সমাপ্ত করব।’

আওয়ামী লীগ মানুষের মন জয় করার চেষ্টা করছে আর অন্য দিকে বিএনপি নির্বাচন ভন্ডুল করার ষড়যন্ত্রে লিপ্ত বলেও জানান কাদের।

তিনি বলেন, ‘নির্বাচনে জনগণের আস্থা অর্জনের জন্য আমরা তরুণ ভোটার, মহিলা ভোটারদের মন জয় করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছি।’

বিজ্ঞাপন

‘আর বিএনপি এখন ষড়যন্ত্রের পথে এগুচ্ছে। দেশি-বিদেশি নানান মহলের সঙ্গে উঠাবসা করছে, গোপন বৈঠক করছে কীভাবে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে ভন্ডুল করা যায়।’

‘তবে এবারে আমরা বিশ্বাস করি ২০১৪ সালে ৫ জানুয়ারির সেই দিন আর ফিরে আসবে না। পেট্রোল বোমার রাজনীতি এই দেশের মানুষ চায় না, যারা বোমা মেরে মানুষ হত্যা করে এই দেশের মানুষ তাদের কোনোদিন গ্রহণ করবে না।’

বিএনপির হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেওয়ার অপেক্ষায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির রাজনীতি এখন তাদের নিজেদের মধ্যে, তাদের গোড়া সমর্থকদের মধ্যে। সাধারণ মানুষ তাদের চায় না। এমনকি আগে যারা বিএনপি সমর্থন করত, কর্মী সমর্থকরাও আজকে বিএনপি ছেড়ে যাচ্ছে।’

‘আমরা এখনো সম্মতি দিচ্ছি না। সারাবাংলায় আমাদের নেতারা, জনপ্রতিনিধিরা জানাচ্ছেন যে, ওমুক জায়গায় বিএনপির নেতাকর্মীরা যোগ দিতে চায়। আজকে বিএনপির হাজার হাজার কর্মীরা আওয়ামী লীগে যোগ দেওয়ার অপেক্ষায় আছে। নেত্রী থেকে আমরা গ্রিন সিগন্যাল পাইনি, সে কারণে পাইনি, সে কারণে আমরা যোগদানে এখনো সম্মত হতে পারছি না। বিএনপির জোয়ারের দিন শেষ, এখন ভাটার টান।’

সারাবাংলা/এমএমএইচ/একে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর