Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবস উপলক্ষে ঢাবি চলচ্চিত্র সংসদের আয়োজন ‘স্মৃতির বিজয়’


১৫ ডিসেম্বর ২০২০ ০৩:২৮ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ০৩:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের রয়েছে নানা আয়োজন। ‘স্মৃতির বিজয়’ শীর্ষক তিন দিনব্যাপী এই আয়োজনে থাকছে প্রদীপ প্রজ্জ্বলন, বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ, মৌলবাদবিরোধী বিজয় আর্ট ক্যাম্প, ফানুস ওড়ানো, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। ১৪ থেকে ১৬ ডিসেম্বর চলবে এ আয়োজন। রোববার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো ঢাবি চলচ্চিত্র সংসদের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিফলক স্মৃতি চিরন্তনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। করোনা মহামারির কারণে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ অনুষ্ঠানটি রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে আয়োজিত হবে।

বিজ্ঞাপন

১৫ ডিসেম্বর বিকেল ৫টায় শুরু হবে চিত্রশিল্পীদের অংশগ্রহণে মৌলবাদবিরোধী বিজয় আর্ট ক্যাম্প। উগ্র মৌলবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ হিসেবে ‘আমার ভাস্কর্য’ শিরোনামে উন্মুক্ত ভাস্কর্য নির্মাণ কর্মসূচির আয়োজন করা হবে এদিন। বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মরণে থাকছে বিশেষ ইন্সটলেশন। সন্ধ্যা ৭টায় থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ফানুস ওড়ানোর আয়োজন।

বিজয় দিবস স্মৃতির বিজয়