Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর মুক্ত দিবস আজ


১৫ ডিসেম্বর ২০২০ ১১:২৭

গাজীপুর: আজ ১৫ ডিসেম্বর গাজীপুর মুক্ত দিবস। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের এই দিনে সম্মুখযুদ্ধে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে গাজীপুরকে মুক্ত ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধারা।

দেশের চূড়ান্ত বিজয়ের আগ মুহূর্তে ১৩ ও ১৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা জয়দেবপুর সেনানিবাসে সম্মিলিত আক্রমণ চালালে বিপর্যস্ত হয়ে পড়ে পাক বাহিনী। চান্দনা চৌরাস্তায় জড়ো হওয়া পাক বাহিনীর বিরাট কনভয় ঢাকার দিকে রওনা দেয়।

বিজ্ঞাপন

কনভয়টি ১৫ ডিসেম্বর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানায় পৌঁছালে মিত্র ও মুক্তিবাহিনী তাদের উপর প্রচণ্ড গোলাবর্ষণ করে। এতে পাকবাহিনীর বিপুল সংখ্যক ট্যাংক, কামান, মর্টার, যানবাহন ও গোলাবারুদ ধ্বংস হয়। হতাহত হয় অসংখ্য পাক সেনা। মুক্তিযুদ্ধের শেষপর্যায়ে ঢাকার কাছে এটাই ছিল পাকবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধ। ১৫ ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় গাজীপুর।

১৫ ডিসেম্বর গাজীপুর গাজীপুর মুক্ত দিবস পাক বাহিনী মিত্রবাহিনী মুক্তিবাহিনী মুক্তিযুদ্ধ

বিজ্ঞাপন

২৫ নভেম্বর ঢাকায় সংহতি সমাবেশ
২২ নভেম্বর ২০২৪ ১৬:৩৩

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর