শেরপুরে হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৩ জনের যাবজ্জীবন
১৫ ডিসেম্বর ২০২০ ১৫:৪০
শেরপুর: শেরপুরে চাঞ্চল্যকর তাজেল হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- সদর উপজেলার চান্দেরনগর চক্কারপাড় গ্রামে বাদশা মিয়া, তার ছেলে ফকির আলী ও আলিনাপাড়া গ্রামের হাসমত আলী।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৭ অক্টোবর সদর উপজেলার চান্দেরনগর গ্রামের দিনমজুর তাজেল মিয়াকে পূর্বশত্রুতার জেরে বাদশা মিয়া, ফকির ও হাসমতসহ কয়েকজন লোহার রড, লাঠিসোটা দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন তাজেলের ভাই মো. জিয়ার বাদী হয়ে সদর থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১২ জুন ৭ জনকে আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সজীব খান। বিচারিক প্রক্রিয়ায় মামলার বাদী, ময়নাতদন্তকারী চিকিৎসকসহ ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।