Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় একদিনে ৪০ জনের মৃত্যু, ৩ মাসে সর্বোচ্চ


১৫ ডিসেম্বর ২০২০ ১৬:০৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ১৮:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মৃত ৪০ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ১৪ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১২৯ জনে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৩২টি নমুনা সংগ্রহ ও অ্যান্টিজেনসহ ১৯ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩০ লাখ ৮৬ হাজার ৫৫১২টি।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১ হাজার ৮৭৭ জন নতুন রোগী শনাক্ত হওয়ায় দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জনে।

বিজ্ঞাপন

এর আগে সবশেষ গত ১৫ সেপ্টেম্বর করোনাভাইরাসে একদিনে ৪৩ জনের মৃত্যু হয়। ২১ সেপ্টেম্বরও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪০ জনের প্রাণহানি ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৪ লাখ ২৬ হাজার ৭২৯ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। আজ মঙ্গলবার পর্যন্ত মোট মৃত্যু ৭ হাজার ১২৯ জনের। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ৪৪৯ জন (৭৬ দশমিক ২৯ শতাংশ) ও নারী ১ হাজার ৬৯০ জন (২৩ দশমিক শূন্য ৭১ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় মৃত ৪০ জনের মধ্যে ‌বি‌শোর্ধ্ব ত্রিশোর্ধ্ব দুজন, চ‌ল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চা‌শোর্ধ্ব সাতজন এবং ষা‌টোর্ধ্ব ২৮ জন। তাদের ম‌ধ্যে ঢাকা বিভাগের ২৪ জন, চট্টগ্রামে ১০ জন, খুলনায় একজন, সি‌লেট বিভা‌গের একজন, রংপুর বিভাগের দুজন ও ময়মন‌সিংহ বিভা‌গে দুজন রয়েছেন।

করোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর