Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুর মর্যাদার প্রশ্নে আপস হবে না’


১৫ ডিসেম্বর ২০২০ ১৮:৩০

চট্টগ্রাম ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ড চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তিসংগ্রামের মহানায়ক। বঙ্গবন্ধুর মর্যাদার প্রশ্নে কোনো অপশক্তির ষড়যন্ত্রের কাছে আপস করা হবে না। বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধানের অংশ। প্রজাতন্ত্রের সেবক হিসেবে বঙ্গবন্ধু ও সংবিধানের মর্যাদা রক্ষায় আমরা অতন্দ্র প্রহরীর মত কাজ করে যাব।’

সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক বিপ্লব গাঙ্গুলী, উপ-সচিব মোহাম্মদ বেলাল হোসেন, উপ-কলেজ পরিদর্শক মোহাম্মদ হালিম, উপ বিদ্যালয় পরিদর্শক আবুল বাশার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ নাথ, হিসাবরক্ষণ কর্মকর্তা একেএম ইকবাল হোসেন, অডিট অফিসার মৃনাল চন্দ্র নাথ, সিনিয়র সিস্টেম এনালিস্ট কিবরিয়া মাসুদ খান।

আপস বঙ্গবন্ধু মর্যাদা

বিজ্ঞাপন

ড. ইউনূসের ৬ মামলা বাতিল
২১ নভেম্বর ২০২৪ ১৩:৩১

আরো

সম্পর্কিত খবর