Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার রাবির ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে


১৫ ডিসেম্বর ২০২০ ১৮:৪৯

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এবার বহুনির্বচনী (এমসিকিউ) প্রশ্ন পদ্ধতিতে নেওয়া হবে। এর আগের বছরগুলোতে রাবি ভর্তিতে লিখিত পরীক্ষা ছিল।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপকমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক হুমায়ুন কবির সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

অধ্যাপক হুমায়ুন কবির বলেন, ‘অতীতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হলেও এ বছর শুধুমাত্র বহুনির্বচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২০ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করেছেন যেসব শিক্ষার্থী, এ বছর শুধু তারাই পরীক্ষায় অংশ নিতে পারবে। তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটকে তিনটি আলাদা শিফটে ভাগ করে তিন সপ্তাহজুড়ে পরীক্ষা নেওয়া হবে। সপ্তাহের যেকোনো একদিন একটি ইউনিটের সব শিফটের পরীক্ষা হবে। এখনো তারিখ নির্ধারণ করা হয়নি।’

হুমায়ুন কবির আরও বলেন, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম সাজানো হবে। প্রতিটি ইউনিটে ৩০ হাজার করে মোট ৯০ হাজার শিক্ষার্থী এবার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। আগামী ১৭ ডিসেম্বর ভর্তি কমিটি পরীক্ষার পদ্ধতি নির্ধারণ করবে।’

এর আগে করোনা থাকলেও স্বাস্থবিধি মেনে শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা নেবে বলে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমসিকিউ পদ্ধতি ভর্তি পরীক্ষা রাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর