বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ নকল: ৬ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ
১৫ ডিসেম্বর ২০২০ ১৯:১৫
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি নকল করে ছাপার অভিযোগে দায়ের করা মামলার গ্রেফতার ছয় আসামিকে তিন কার্যদিবসে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই লুৎফুর রহমান আসামিদের আদালতে হাজির করে কপিরাইট আইনে দায়ের করা মামলায় প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন।
এসময় আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করা হয়। উভয়পক্ষের শুনানি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
আসামিরা হলেন, প্রেস মালিক মো. নজিবুল্লাহ, মো. রফিকুল ইসলাম, মো. সানোয়ার হোসেন, মো. তোফাজ্জল শেখ, লালচান শেখ ও মো. সাদেক শেখ। গত ১৪ ডিসেম্বর রাতে লালবাগ থানার শহীদ নগর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ।