Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় এলেও মুক্তি মেলেনি: ফখরুল


১৬ ডিসেম্বর ২০২০ ১০:৩৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ১৪:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় স্মৃতিসৌধ থেকে: বিজয় এলেও মুক্তি মেলেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বাক স্বাধীনতা নেই। মৌলিক স্বাধীনতা হরণ করা হয়েছে। অধিকার হরণ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী খালেদা জিয়া ও এদেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। অবশ্যই আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।’

বিজ্ঞাপন

বিজয় এসেছে কিন্তু মুক্তি কি মিলেছে?- সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মুক্তি আমাদের মেলেনি। সেই মুক্তির জন্যই আমাদের সংগ্রাম করছি।’

জাতীয় স্মৃতিসৌধ বিএনপি মহাসচিব বিজয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর