Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মানিতে ২৪ ঘণ্টায় ৯৫২ মৃত্যু


১৬ ডিসেম্বর ২০২০ ২০:২২ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ২০:২৩

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জার্মানিতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯৫২ জনের মৃত্যু হয়েছে। খবর ডয়চে ভেলে।

বুধবার (১৬ ডিসেম্বর) দেশটির কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা (আরকেআই) এ তথ্য জানিয়েছে।

এদিকে, করোনা সংক্রমণ ঠেকাতে বুধবার (১৬ ডিসেম্বর) থেকে কঠোর লকডাউনে যাওয়ার ঘোষণা দেওয়ার শুরুতেই মহামারিতে দিনে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশটি।

এর এক সপ্তাহ আগে, শুক্রবার (১১ ডিসেম্বর) জার্মানিতে একদিনে ৫৯৮ জনের মৃত্যু হয়েছিল।

অন্যদিকে, জার্মানিতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৭২৮ জন। বুধবার পর্যন্ত মোট করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ লাখ ৭৯ হাজার ২৩৮ জন। এছাড়াও, করোনায় এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২৩ হাজার ৪২৭ জনে। আবার, ১০ লাখের বেশি মানুষ ইতোমধ্যেই করোনা থেকে সেরে উঠেছেন – জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থা আরকেআই।

পাশাপাশি, আরকেআই জানিয়েছে – জার্মনিতে প্রতি সাত দিনে প্রতি এক লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। অপেক্ষাকৃত তরুণদের মধ্যে সংক্রমণের হার কিছুটা কমলেও বয়স্কদের মধ্যে যারা গুরুতর স্বাস্থ্য সংকটে ভুগছেন তাদের মধ্যে সংক্রমণের হার বাড়ছে।

এ ব্যাপারে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পানের দাবি করেছেন, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের ভ্যাকসিন নিয়ন্ত্রণ সংস্থা তাদেরকে আশার আলো দেখিয়েছে। ২৯ ডিসেম্বর থেকে জার্মানিতে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা দেওয়া শুরু হতে পারে।

ওদিকে, জার্মানিতে বুধবার (১৬ ডিসেম্বর) থেকে আরোপিত কঠোর লকডাউনের শুরু হয়েছে তা কমপক্ষে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

করোনা করোনায় রেকর্ড মৃত্যু কোভিড-১৯ জার্মানি টপ নিউজ নভেল করোনাভাইরাস লকডাউন

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর