Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসে বিজিবির কর্মসূচি পালন


১৬ ডিসেম্বর ২০২০ ২২:৫৮

ঢাকা: যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বিজিবি নানা কর্মসূচি পালন করেছে। তবে করোনাভাইরাস সতর্কতার কারণে স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি পালন করা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি সদর দফতরসহ বাহিনীর সব রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও ইউনিটে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। দিবসের কর্মসূচি অনুযায়ী বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণসহ সামাজিক দূরত্ব বজায় রেখে বিজিবি সদর দফতর পিলখানা, ঢাকায় বাদ মাগরিব ও বিজিবির সব ইউনিটের মসজিদে বাদ ফজর বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল আয়োজিত হয়। এই আয়োজনে মুক্তিযুদ্ধের বীর শহিদদের আত্মার মাগফিরাত, জাতির শান্তি ও সমৃদ্ধি এবং বিজিবি’র উত্তরোত্তর অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।

এছাড়া ১৬ ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিজিবি সদর দফতরসহ দেশের অন্যান্য সব ইউনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে সারাদেশে বিজিবির সব ইউনিটে প্রীতিভোজের আয়োজন এবং বিজিবি সদর দফতরের গুরুত্বপূর্ণ ভবন বা স্থাপনা ও গেটে আলোকসজ্জার আয়োজন ছিল।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজয় দিবস উদযাপন বিজিবি


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর