আশুলিয়ায় আ.লীগের নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন
১৬ মার্চ ২০১৮ ১৫:০৫ | আপডেট: ১৬ মার্চ ২০১৮ ১৫:০৬
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
ঢাকা (আশুলিয়া): একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৬ মার্চ) দুপুরে আশুলিয়ার কাঠগড়া উচ্চ বিদ্যালয় মাঠে আশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উদ্যোগে এ নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান।
অনুষ্ঠানে এসময় সংসদ সদস্য ডা.এনামুর রহমান জানান,আগামী নির্বাচনকে সামনে রেখে এই কমিটি ঘোষণা করা হল। এই কমিটির কাজ নির্বাচনের সময় ভোট কেন্দ্রে পাহারা দেওয়া। নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
নির্বাচনী কেন্দ্র কমিটির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,সাধারণ সম্পাদক আলী হায়দার,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব-উদ্দিন মাদবর,ঢাকা জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মঞ্জু,আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার,আশুলিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্যরা।
সারাবাংলা/ এমএইচ