Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনিসুল হকের কবিতা নিয়ে মঞ্চে এলো ‘৩২ নম্বর মেঘমহল’


১৭ ডিসেম্বর ২০২০ ১৫:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীঃ আনিসুল হকের কবিতা নিয়ে মঞ্চে এলো ‘৩২ নম্বর মেঘমহল’ । বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির মূল হলে এই নাটকের উদ্ধোধনী  মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। বাঁধনহারা থিয়েটারের প্রযোজনায় সতেরো মিনিট ব্যাপী এ মঞ্চায়নে অভিনয় করেছেন প্রায় ৪০ জন শিল্পী।

সামাজিক দূরত্ব মেনে এই নাটক মঞ্চায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। আরও উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার শাহেলা খাতুন, বাংলাদেশ সেক্টর কমান্ডার ফোরাম-৭১’ এর জেলা শাখার সভাপতি ও  মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক জহিরুল ইসলাম মৃধা ও প্রেস ক্লাবের সভাপতি মাখন দাসসহ সুধী সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ।

বিজ্ঞাপন

আনিসুল হকের কবিতা ‘৩২ নম্বর মেঘের ওপারে’ অবলম্বনে ’৩২ নম্বর মেঘমহল’র নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কামরুজ্জামান তাপু।

এ বিষয়ে নির্দেশক বলেন, এটি মূলত গীতিনাট্য । স্বাধীনতা পূর্ব অবস্থা, যুদ্ধ চলাকালীন অবস্থা এবং স্বাধীনোত্তর বাংলাদেশের অবস্থা ও পচাত্তরের নির্মম হত্যাকান্ড পর্যন্ত বিভিন্ন পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি এই নাটকে।

আনিসুল হক মেঘের ওপারে